প্রেমের জোয়ারে ভেসেই নতুন বছরকে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী। আকাশে যখন আতসবাজির সেলিব্রেশন, ঠোঁটে ঠোঁট রেখে ২০২৫ সালকে স্বাগত জানালেন তারকা দম্পতি।
দর্শকদের নিজের আসল পরিবার মনে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই তো তাঁদের সঙ্গেই উদযাপন করলেন নতুন বছর। একসঙ্গে বললেন, 'হ্যাপি নিউ ইয়ার।'
একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। অভিনেত্রীর পরনে ছিল ব্ল্যাক ড্রেস। সাদা শার্ট ও ডেনিম জিনসের ক্যাজুয়াল লুকে পোজ দেন যশ।
৩১ ডিসেম্বর জীবনের নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। জন্মদিনের কেক কেটেই নতুন বছর শুরু করলেন অভিনেত্রী।
ধুতি-পাঞ্জাবি পরা ছবিতে বর্ষবরণ অনুপম রায়ের। ক্যাপশনে লিখলেন, 'নতুন বছর দিচ্ছে ডাক/যে যার ছাদেই নাচতে থাক/ বারোটা বাজতে দেরি নেই, একা একা আমিও নাচছি পারলে থামিও/বাড়ছে বয়স আমারও দেখতে দেখতে।' ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.