বোল্ড, বিউটিফুল অ্যান্ড মিউজিক্যাল, একথা সুনিধি চৌহানের ক্ষেত্রে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। রাত পোহালেই শহরে কনসার্ট ৪১ বছরের শিল্পীর। গানের পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টের দিকেও নজর থাকে অনুরাগীদের।
ছোটবেলা থেকেই গানের প্রতি সুনিধির অনুরাগ। শোনা যায়, সিডি-ক্যাসেট শুনে রোজ রেওয়াজ করতেন শিল্পী। মাত্র চার বয়সেই নাকি তাঁর মঞ্চে হাতেখড়ি।
স্কুলের পর আর পড়াশোনা করেননি সুনিধি। কারণ গানই ছিল তাঁর ধ্যানজ্ঞান। ছোট্ট সুনিধিকে আবিষ্কার করেছিলেন অভিনেত্রী তথা জনপ্রিয় সঞ্চালিকা তবাসুম। তাঁর কথাতেই সুনিধির পরিবার মুম্বই চলে আসে।
তবাসুমই সুরকার জুটি কল্যাণজি-আনন্দজির কাছে সুনিধিকে নিয়ে যান। কল্যাণজিই গায়িকার নাম পালটে নিধি থেকে সুনিধি করে দেন সৌভাগ্যের জন্য। কল্যাণজি-আনন্দজির সঙ্গে বহুবছর কাজ করেন সুনিধি। তারপর শুরু বলিউড সফর।
'শস্ত্র' সিনেমায় সুনিধির প্রথম প্লেব্যাক। এরপর আর পিছনে ফিরে তাকাননি শিল্পী। হাজারের বেশি হিন্দি ছবির গান রয়েছে সুনিধির। সেই তালিকায় যেমন ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ রয়েছে, তেমনই রয়েছে ‘ক্রেজি কিয়া রে’ ‘শীলা কি জওয়ানি’র মতো গান।
মাত্র ১৮ বছর বয়সে পরিচালক-কোরিওগ্রাফার ববি খানকে বিয়ে করেন সুনিধি। এই সম্পর্ক তাঁর পরিবার মেনে নেয়নি। ববির সঙ্গে বিচ্ছেদের পর পরিবারের সঙ্গে গায়িকার দূরত্ব কমে। ২০১২ সালে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ২০১৮ সালে দুজনের সন্তান তেঘের জন্ম হয়।
২৪ ডিসেম্বর বিশ্ব বাংলা প্রাঙ্গণে সুনিধির শো। সেন্টারস্টেজ এবং হুজ নেক্সট-এর যৌথ উদ্যোগে আয়োজিত গায়িকার ‘আই অ্যাম হোম’ সফরের এই অনুষ্ঠান। এর পর নতুন বছরের ১১ জানুয়ারি শিলিগুড়িতে রয়েছে সুনিধির কনসার্ট। ছবি: ফেসবুক।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.