সিরিয়াল থেকে সিনেমা, সবেতেই তাঁর অবাধ বিচরণ। এর ফাঁকে সুযোগ পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন রোশনি ভট্টাচার্য। আর সেখানে থাকেন বিন্দাস মেজাজে।
এবার ভেজা শরীরে জলে আগুন ধরিয়েছেন রোশনি। ট্যানে থোড়াই কেয়ার 'অতি উত্তম' ছবির নায়িকার। তাই তো নীল বিকিনিতে এমন উষ্ণ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।
সেন্ট জেভিয়ার্স থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন রোশনি। কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প কয়েকদিনের জন্য কাজ করেছিলেন।
সে সময় ‘জুলফিকর’-এর শুটিং চলছিল। কিন্তু রোশনিকে পড়াশোনা শেষ করতে হত। তাই ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী। পরে আবার সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন।
স্টার জলসার থেকে প্রথম সিরিয়ালের অফার পান রোশনি। সময়ের সঙ্গে বাংলা টেলিভিশনে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
যে রোশনি ‘করুণাময়ী রানি রাসমণি’র মিষ্টি জগদম্বা ছিলেন, সেই রোশনিই আবার ছিলেন ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের কুচুটে রোহিনী। এর মঝেই ব্যবসায়ী তূর্য সেনকে করেন বিয়ে।
চলতি বছরে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' সিনেমায় সোহিনীর চরিত্রে অভিনয় করেছেন রোশনি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.