Advertisement
Advertisement

Breaking News

Poulomi Das

একটু উষ্ণতার জন্য! লাস্যের খেলায় বাঙালি অভিনেত্রী

কলকাতার এই মেয়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সেই সুবাদেই 'বিগ বস OTT ৩' শোয়ে গিয়েছিলেন।

কলকাতার মেয়ে, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সদ্য 'বিগ বস OTT' থেকে বহিষ্কৃত হয়েছেন পৌলমী দাস। তবে সোশাল মিডিয়ায় তাঁর 'বোল্ড' মেজাজ অক্ষুন্ন।

'ইন্ডিয়া'স নেক্সট টপ মডেল' শোয়ের মাধ্যমে পৌলমীর গ্ল্যামার দুনিয়ার সফর শুরু হয়। এর পর হিন্দি সিরিয়ালে সুযোগ পান বঙ্গকন্যা।

পৌলমীর প্রথম সিরিয়াল ছিল 'সুহানি সি এক লড়কি'। ধারাবাহিকে বেবির চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

'দিল হি তো হ্যায়', 'কার্তিক পূর্ণিমা', 'নাগিন'-এর মতো একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন পৌলমী। 'পৌরষপুর' ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

২১ জুন পৌলমীর 'বিগ বস OTT ৩'র সফর শুরু হয়। শোয়ে ইউটিউবার শিবানী কুমারীর সঙ্গে পৌলমীর একাধিকবার কথা কাটাকাটি হয়েছে।

শিবানীর বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে। শো থেকে বেরিয়ে যাওয়ার পর পৌলমী তাঁর কড়া জবাবও দিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।