Advertisement
Advertisement
Madhura Naik

গোলাপি আভায় যৌবনের মাদকতা, বক্ষবিভাজিকার গভীরতায় নেটপাড়া কাঁপালেন নায়িকা

ইজরায়েল-হামাস যুদ্ধে নিজের বোন ও জামাইবাবুকে হারিয়েছিলেন এই অভিনেত্রী।

সমুদ্রের নোনা জলের আগুন লাগাতে পারে মধুরা নায়েকের রূপের আগুন। একের পর এক ছবিতে নেটপাড়া কাঁপাচ্ছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী।

গোলাপি বিকিনি পরে সমুদ্রের ধারে রোদ পোহানোর ছবি শেয়ার করেছেন মধুরা। আর তাঁর শরীরী মাদকতায় মন্ত্রমুগ্ধ অনুরাগীরা।

ভারতের ইহুদি সম্প্রদায়ের একজন মধুরা। অভিনেত্রীর বাবা ভারতীয় এবং মা ইজরায়েলি। বাহারিনে বড় হয়ে ওঠা মধুরার।

মিউজিক ভিডিওর মাধ্যমে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেন মধুরা। 'কহে না কহে' সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দার সফর শুরু।

'কিস দেশ মে হ্যায় মেরা দিল', 'ভাস্কর ভারতী' থেকে 'আলিফ লায়লা'র মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন মধুরা। অভিনেত্রীর ঝুলিতে 'গুড বয়, ব্যাড বয়', 'প্যায়ার ইমপসিবল'-এর মতো সিনেমাও রয়েছে।

ইজরায়েল-হামাস যুদ্ধে নিজের বোন ও জামাইবাবুকে হারিয়েছেন মধুরা। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

'ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন', এমন বিস্ফোরক অভিযোগও করেছিলেন মধুরা। কিন্তু এখন সেসব অতীত।

এখন আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন মধুরা। সোশাল মিডিয়ায় শেয়ার করছেন নিজের নানা মুহূর্তের ছবি। ছবি: ইনস্টাগ্রাম।