কেরিয়ার শুরু করেছিলেন গায়িকা হিসেবে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার টান আমোঘ। সেই টানেই ক্যামেরার সামনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তারা সুতারিয়ার।
অল্প বয়সেই ডিজনি চ্যানেলের ভিডিও জকি হয়েছিলেন তারা। এর পর কয়েকটি লিমিটেড এপিসোডের সিরিয়ালে অভিনয় করেন। ২০১৯ সালে করণ জোহরের হাত ধরে বলিউডে ডেবিউ হয় তারার।
'স্টুডেন্ড অফ দ্য ইয়ার ২' সিনেমায় মিয়ার চরিত্রে অভিনয় করেন তারা। সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ অভিনীত 'মরজাভাঁ' সিনেমায় তাঁকে দেখা যায় জোয়া হিসেবে।
এর পর 'তড়প', 'হিরোপন্তি ২', 'এক ভিলেন রিটার্নস' সিনেমায় অভিনয় করেছেন তারা। অভিনেত্রীর শেষ মুক্তি পাওয়া সিনেমা 'অপূ্র্ব'।
বলিউডের স্টারকিডদের সঙ্গে সর্বদা ওঠাবসা তারার। সুহানা, সানায়া থেকে আরিয়ান খান, অনন্যা পাণ্ডে সকলের সঙ্গেই তাঁর সদ্ভাব।
এক সময় রাজ কাপুরের নাতি আদার জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। সংবাদমাধ্যমে তারা নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন।
যদিও বলিউডের 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ানের সঙ্গে তারার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। দুজনকে নাকি একসঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে। এদিকে সূত্রের খবর, অনুরাগ বসুর 'আশিকি ৩' ছবিতে নাকি কার্তিকের বিপরীতে দেখা যাবে তারাকে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.