Advertisement
Advertisement

Breaking News

Malvika Raaj Bagga

‘কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে? এখন নায়িকার ছবি দেখলে ঘুম ছুটবে

গত বছরই বিয়ে করেছেন অভিনেত্রী।

'কভি খুশি কভি গম' সিনেমার সেই ছোট্ট 'পু'কে মনে আছে? সে কিন্তু আর ছোট নেই। তিরিশ বছরের বোল্ড অ্যান্ড বিউটিফুল লেডি। আবার অভিনেত্রীও। নাম মালবিকা রাজ বগ্গা।

২০০১ সালে মুক্তি পেয়েছিল 'কভি খুশি কভি গম'। তার পর ২০১৭ সালে তেলুগু ছবি 'জয়দেব'-এর মাধ্যমে নায়িকা হিসেবে সফর শুরু করেন মালবিকা।

এর পর ২০২১ সালে মুক্তি পাওয়া 'স্কোয়াড' সিনেমায় দেখা যায় মালবিকাকে। সে ছবির নায়ক আবার ছিলেন ড্যানি ডেনজংপার ছেলে রিনজিং।

'স্কোয়াড' ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। তার পর আর সেভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি মালবিকাকে। ২০২৩ সালে বিয়ে করেন অভিনেত্রী।

ব্যবসায়ী প্রণব বগ্গার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মালবিকা। প্রায় ১০ বছরের প্রেম ছিল তাঁদের। গত বছরের নভেম্বর মাসেই বিয়ে সারেন। এখনও মধুচন্দ্রিমার মুডেই রয়েছেন নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রাম।