'ছুটলে কথা, থামায় কে?' যখন তবলায় তাঁর আঙুল নেচে উঠত, চারপাশে সুরের মূর্ছনা। আর দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে বলতেন 'বাহ উস্তাদ'। প্রয়াত শব্দ জাকির হুসেনের নামের পাশে এখনও বেমানান। শিল্পী ছিলেন, আছেন এবং থাকবেন তাঁর শিল্পের মধ্যে।
কিংবদন্তি শিল্পী উস্তাদ আল্লারাখার সুযোগ্য সন্তান জাকির হুসেন। জন্মের পর যখন জাকিরকে বাড়িতে নিয়ে আসা নয় তাঁর কানে প্রার্থনার বদলে আল্লারাখা বলেছিলেন 'রিদম'। কারণ জানতে চেয়েছিলেন আল্লারাখার স্ত্রী। শিল্পীর জবাব ছিল, 'এটাই আমার প্রার্থনা।'
সঙ্গীতমুখর বাড়িতে বাবার গুরুমন্ত্রেই মাত্র তিন বছর বয়সে জাকির হুসেনের তালিম শুরু হয়। সাত বছর বয়সে শিল্পীর প্রথম অনুষ্ঠান। ১২ বছর বয়সে প্রথম বিদেশ সফর। পড়াশোনাতেও নাকি বেশ ভালো ছিলেন উস্তাদ জাকির হুসেন। অর্থনীতি নিয়ে পড়াশোনা করে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছিলেন তিনি।
শোনা যায়, কিংবদন্তি শিল্পীর ছেলে হয়েও সাধারণ জীবনযাপন করতেন জাকির হুসেন। তরুণ বয়সে লোকাল ট্রেনেই যাতায়াত করতেন তিনি। বসার জায়গা না পেলে নিচেই খবরের কাগজ পেতে চোখবুজে বসে পড়তেন। কোলে রাখতেন প্রিয় তবলা দুটি যাতে কারও পায়ে সেগুলি না লাগে।
'প্ল্যানেট ড্রাম' অ্যালবামে মিকি হার্টের সঙ্গে জুটি বেঁধেছিলেন জাকির হুসেন। সেই সৌজন্যেই গ্র্যামি পুরস্কার প্রাপ্তি। জর্জ হ্যারিসন, জন ম্যাকলাফলিনের মতো শিল্পীর সঙ্গেও কাজ করেছেন কিংবদন্তি শিল্পী। ছোটদের শেখাতে সারা বিশ্বে করেছেন ওয়ার্কশপ।
২০১৬ সালে হোয়াইট হাউসের অল স্টার গ্লোবাল কনসার্টে যে শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জাকির হুসেন। কত্থক শিল্পী ও শিক্ষিকা অ্যান্টোনিয়া মিনেকোলাকে বিয়ে করেন তিনি। আনিসা ও ইজাবেলা নামে দুই কন্যা রয়েছে শিল্পীর। আনিসা পেশায় পরিচালক। ম্যানহাটনে নৃত্য শেখেন ইজাবেলা।
'সাজ', 'মান্টো'র মতো সিনেমার জন্য সুর সাজিয়েছেন জাকির হুসেন। সঙ্গীত পরিচালক হিসেবে তিনি 'হিট অ্যান্ড ডাস্ট', 'ইন কাস্টোডি' ছবিতেও কাজ করেছেন। অভিনয়ও করেছেন শিল্পী। 'সাজ' সিনেমায় তিনি হয়েছিলেন শাবানা আজমির প্রেমিক। চলতি বছরে 'মাঙ্কি ম্যান' সিনেমাতেও অল্প সময়ের জন্য জাকির হুসেনকে দেখা যায়।
শোনা যায়, কোনওদিন ব্যক্তিগত জলসা, কর্পোরেট পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেননি উস্তাদ জাকির হুসেন। কারণ শিল্পী মনে করতেন, যেখানে মানুষ গল্পগুজব, খাওয়া-দাওয়া ও একটু পানীয়র আনন্দ নিতে আসেন সেখানে সঙ্গীত পরিবেশন করা উচিত নয়। তথ্য ও ছবি সংগৃহীত।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.