সিনেমা নয়, গত কয়েকদিন ধরে অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জনের জেরে খবরের শিরোনামে নিমরত কৌর। যদিও অভিনেত্রীর দাবি তিনি 'সিঙ্গল'।
৪২ বছরের নিমরতের জন্ম শিখ পরিবারে। তাঁর বাবা ভারতীয় সেনার মেজর ভূপেন্দ্র সিং। ১৯৯৪ সালে মেজর ভূপেন্দ্র সিংকে অপহরণ করে খুন করে কাশ্মীরের সন্ত্রাসবাদীরা।
এই ঘটনার পরই নিমরতের পরিবার পাটিয়ালা থেকে দিল্লিতে চলে আসে। সেখানেই অভিনেত্রীর পড়াশোনা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. পাশ করার পরই মুম্বইয়ে চলে আসেন নিমরত।
মুম্বইয়ে প্রিন্ট মডেল হিসেবে কাজ করেন নিমরত। 'বাগদাদ ওয়েডিং', 'অল অ্যাবাউট উইমেন'-এর মতো একাধিক নাটকে অভিনয় করেছেন।
গ্ল্যামার দুনিয়ার নিমরতের পথ চলা শুরু মিউজিক অ্যালবামের মাধ্যমে। সিনেমায় তাঁর ডেবিউ ইংলিশ ফিল্ম 'ওয়ান নাইট উইথ দ্য কিং'-এর মাধ্যমে।
'পেডলার', 'লাঞ্চবক্স', 'এয়ারলিফ্ট'-এর মতো সিনেমা রয়েছে নিমরতের ঝুলিতে। অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী কাজ করেন 'দশভি' সিনেমায়।
রটনা, ‘দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী।
এই জল্পনা নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিলেও ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, "আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।" ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.