'ভিক্টোরিয়াজ' সিক্রেট' (জনপ্রিয় ফ্যাশন সংস্থা) পরেই যেন নিন্দুকদের জ্বালিয়ে-পুড়িয়ে দিলেন এনা সাহা। সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের এই নতুন ছবি।
এক নয়, একাধিক ছবি নিজের অনুরাগীদের জন্য পোস্ট করেছেন এনা। ক্যাপশনে দিয়েছেন মনের যাবতীয় 'মন্দ' ভাবনাকে জ্বালিয়ে দেওয়ার বার্তা।
নিন্দুকদের এক হাত নিয়েই আবার অভিনেত্রী-প্রযোজক নিজেকে হাওয়ার সঙ্গে তুলনা করেছেন। যেন হাওয়ার মতোই চঞ্চল মন তাঁর, সর্বত্র অবাধ বিচরণ।
এনার এই সাজের স্টাইলিংয়ের দায়িত্ব সামলেছেন সম্পূর্ণা দে। মেকআপ সায়নী ধরের। হেয়ার স্টাইল শুভ প্রামাণিকের। ছবিগুলো তুলেছেন সায়ন দে।
‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। সিনেমায় এনার সফর শুরু হয় ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ময়দানেও পা রেখেছেন এনা। ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা’র মতো সিনেমা তৈরি হয়েছে তাঁর প্রযোজনায়। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.