Advertisement
Advertisement

Breaking News

Darshana Banik

দর্শনার রূপের দর্পণ, সাদা-কালো পোশাকের জাদুতে নেটপাড়া মাতালেন নায়িকা

এমন রূপেই মন হারিয়েছেন টলিউডের 'মন্টু পাইলট' সৌরভ দাস।

বছরের শুরুতেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন দর্শনা বণিক। কখনও সাদা আবার কখনও কালো পোশাকে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। তা দেখেই মুগ্ধ অনুরাগীরা।

পড়াশোনা শেষ করার পর পুরোদমে মডেলিং শুরু করে দেন দর্শনা। সেই সঙ্গে চলতে থাকে বিজ্ঞাপন। বাংলার সিনেমা জগতে নায়িকার সফর শুরু 'আসছে আবার শবর' সিনেমার মাধ্যমে।

'আমি আসবো ফিরে', 'নেটওয়ার্ক', 'ষড়রিপু ২: জতুগৃহ'র মতো একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন দর্শনা। ইমরান হাশমি অভিনীত 'দিব্যুক' সিনেমায় দেখা যায় দর্শনাকে।

তামিল, তেলুগু, বাংলাদেশি সিনেমাতেও অভিনয় করেছেন দর্শনা। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর টলিউডের 'মন্টু পাইলট' সৌরভ দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী।

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমায় মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যায় দর্শনাকে। ছবিতে কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে।

অভিনেত্রীর পঁচিশের ফিল্মোগ্রাফিতে রয়েছে 'দেবী চৌধুরাণী'। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবিতে নাম ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দর্শনাকে দেখা যাবে সাগরের চরিত্রে। ছবি: ফেসবুক।