Advertisement
Advertisement
Hrithik Roshan

পঞ্চাশ পেরিয়েও বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক, ছবিতেই সরগরম নেটদুনিয়া

শুক্রবার জীবনের নতুন বছরে পা রাখলেন সুপারস্টার।

পঞ্চাশ পেরিয়েও বলিউডের 'গ্রিক গড' তিনি। শরীরে মেদের লেশমাত্র নেই। এমন রূপেই তরুণীদের মন চুরি করেছেন হৃতিক রোশন।

শুক্রবার জীবনের নতুন বছরে পা রাখলেন হৃতিক। সমুদ্র সৈকতে তোলা উষ্ণ ছবি শেয়ার করেই প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবা আজাদ।

এখন ক্যামেরার সামনে প্রচুর কথা বলেন হৃতিক। কিন্তু ছোটবেলায় তারকা ভালো করে কথাই বলতে পারতেন না। তোতলানোর সমস্যা ছিল। স্পিচ থেরাপির মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন হৃতিক।

স্কোলিওসিস অর্থাৎ মেরুদণ্ডের সমস্যা ছিল হৃতিকের। ডাক্তার নাকি বলেই দিয়েছিলেন, তারকা আর নাচতে পারবেন না। কিন্তু হৃতিক সেই কথা মিথ্যে প্রমাণিত করেন। বলিউডের অন্যতম সেরা ডান্সার তিনি।

হৃতিকের ডেবিউ সিনেমা 'কহো না প্যায়ার হ্যায়' ব্লকবাস্টার ছিল। ৯২টি অ্যাওয়ার্ড পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম তুলেছিল ছবিটি।

২০০০ সালে সুজান খানকে বিয়ে করেন হৃতিক। হৃহান ও হৃদান নামে দুই ছেড়ে রয়েছে তাঁদের। ২০১৪ সালে হৃতিক-সুজানের ডিভোর্স হয়। মাঝে কঙ্গনার সঙ্গে হৃতিক বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। কিন্তু এখন তারকা সাবাকেই মন সঁপেছেন।

২০২২ সাল থেকে প্রত্যেক বছর হৃতিকের মাত্র একটি করে সিনেমা মুক্তি পেয়েছে। ২০২৫ সালে মুক্তি পাবে 'ওয়ার ২'। শোনা যাচ্ছে, 'কৃষ ৪' ছবির প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন তারকা। ছবি: ইনস্টাগ্রাম।