২ আগস্ট শেষ হল 'বিগ বস OTT'র তৃতীয় মরশুম। মেগা ফাইনালে সেরার খেতাব জিতে নিলেন সানা মকবুল। হিন্দি টেলিভশনের এই অভিনেত্রীর মেজাজ বরাবর বিন্দাস।
মুম্বইয়ে জন্ম সানার। তাঁর বাবা মুম্বইয়ের বাসিন্দা হলেও মা কেরলের মালয়ালি পরিবারের মেয়ে। কলেজে পড়ার সময় থেকেই মডেলিংয়ে আগ্রহ বাড়ে সানার।
একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন সানা। ২০০৯ সালে 'MTV স্কুটি টিন ডিভা' শোয়ের মাধ্যমে গ্ল্যামার দুনিয়ার দর্শকদের নজর কাড়েন। এর পর আর সানাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
অল্প সময়ের মধ্যেই হিন্দি টেলিভিশনে জনপ্রিয় হয়ে ওঠেন সানা। তাঁর ঝুলিতে রয়েছে 'ইস প্যায়ার কো ক্যায়া নাম দু', 'আদত সে মজবুর', 'বিষ'-এর মতো সিরিয়াল।
রোহিত শেট্টি সঞ্চালিত 'ফিয়ার ফ্যাক্টর' শোয়েও অংশগ্রহণ করেছিলেন সানা। সেখানে সেমি ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলেন। তবে 'বিগ বস OTT ৩' শোয়ে পেলেন সেরার খেতাব।
'বিগ বস OTT ৩'-র মেগা ফাইনালে সানার মুখোমুখি হয়েছিলেন রণবীর শোরে, কৃতিকা মালিক, সাই কেতন রাও, নায়েজির মতো প্রতিযোগিরা। সবাইকে টেক্কা দিয়ে ট্রফি হাতে নিলেন হিন্দি টেলিভিশনের নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.