বার্থ ডে গার্ল রূপসা মুখোপাধ্যায়। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর বিশেষ দিন আজ। বাংলা টেলিভিশনে রূপসার যাত্রা শুরু 'এসো মা লক্ষ্মী' সিরিয়ালের মাধ্যমে।
এর পর একাধিকবার লক্ষ্মীর ভূমিকায় দেখা গিয়েছে রূপসাকে। তা সে 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' হোক অথবা 'ওঁ নম শিবায়'। 'সাত ভাই চম্পা' সিরিয়ালে রানি ঊর্মিমালা হয়েছিলেন রূপসা।
রূপসার সিনেমার তালিকায় রয়েছে 'লগন বয়ে যায়', 'কে তুমি নন্দিনী', 'আবার অরণ্যের দিনরাত্রি'। সম্প্রতি নাকি একটি ওড়িয়া সিনেমার শুটিংও শেষ করেছেন তিনি।
সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও ও মডেলিংয়ের কাজও করে চলেছেন রূপসা। অভিনেত্রীর রূপের এই মায়াজাল এড়ানো অনুরাগীদের পক্ষে মুশকিল।
নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন রূপসা। জীবনের নানা মুহূর্ত সেখানে ভাগ করে নেন। জন্মদিনটা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটবে রূপসার।
অন্যদিন কড়া ডায়েটে থাকলেও জন্মদিনে রূপসার 'চিট ডে'। তাই পেটভরে পছন্দে খাবার খাবেন। শোনা যায়, ইলিশ ও চিংড়ি অভিনেত্রীর দারুণ পছন্দের। তাই পাতে এগুলো মাস্ট। ছবি ফেসবুক ও ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.