কিছুদিন আগেই শেষ হয়েছে 'ইমলি' সিরিয়াল। এর মধ্যেই নতুন সিরিয়াল অদ্রিজা রায়ের হাতে। শোনা গিয়েছে, এবার জনপ্রিয় 'কুণ্ডলী ভাগ্য' সিরিয়ালে দেখা যাবে বাংলার অভিনেত্রীকে।
এদিকে সোশাল মিডিয়ায় অদ্রিজার মাখনের মতো নরম শরীরে যেন রোদের লুকোচুরি খেলা। প্রতিবার রঙিন মেজাজে ক্যামেরার সামনে ধরা দেন নায়িকা।
'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন অদ্রিজা। এর পর 'পটলকুমার গানওয়ালা', 'মৌ এর বাড়ি'র মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।
সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন অদ্রিজা। 'পরিণীতা', 'গল্পের মায়াজাল' ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
হিন্দি টেলিভিশন জগতে অদ্রিজা নজর কাড়েন 'দুর্গা অউর চারু' সিরিয়ালের মাধ্যমে। তার পরই 'ইমলি' হিসেবে তাঁর সফর শুরু হয়।
গত ১২ মে 'ইমলি'র শেষ এপিসোড সম্প্রচার হয়। শোনা গিয়েছে, এবার 'কুণ্ডলী ভাগ্য'র গল্পে নয়া মোড় আসতে চলেছে। তাতেই অদ্রিজাকে দেখা যাবে অভিনেতা পারস কলনাওয়াতের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.