Advertisement
Advertisement

Breaking News

Wamiqa Gabbi

মাখন শরীরে ওয়ামিকার ‘ব্ল্যাক ম্যাজিক’! নায়িকার ‘খুফিয়া’ ছবিতে কামনার আগুন

কখনও 'জুবিলি' ওয়েব সিরিজে, আবার কখনও 'খুফিয়া' সিনেমায় নজর কেড়েছেন অভিনেত্রী।

কখনও 'জুবিলি' সিরিজের নিলোফার, আবার কখনও 'খুফিয়া' সিনেমার চারু হয়ে দর্শকদের মন জয় করেছেন ওয়ামিকা গাব্বি। ক্যামেরার সামনে বরাবর বিন্দাস তিনি।

পাঞ্জাবি পরিবারের মেয়ে ওয়ামিকা। প্রায় দেড় দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে ওয়েব সিরিজ 'জুবিলি'র আগে সেভাবে প্রচারের আলোয় আসার সুযোগ পাননি।

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবিতে করিনা কাপুর অভিনীত গীত চরিত্রের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ওয়ামিকা। আবার পরবর্তী কালে 'গ্রহণ' সিরিজের মনজিৎ হিসেবেও দেখা গিয়েছিল তাঁকে।

'জুবিলি' সিরিজের পরই ওয়ামিকাকে দেখা যায় বিশাল ভরদ্বাজ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'খুফিয়া'তে। তাব্বুর মতো বলিষ্ঠ অভিনেত্রীর পাশেও নজর কেড়েছিলেন তিনি।

‘জওয়ান’ পরিচালক অ্যাটলির প্রযোজনায় তৈরি 'বেবি জন' ছবিটি আগামী ২৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে ওয়ামিকাকে।

হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন ওয়ামিকা। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন শিখেছেন কত্থক নাচ। ছবি: ইনস্টাগ্রাম।