Advertisement
Advertisement
Shalini Pandey

‘উড়ে জব জব জুলফে তেরি…’, সুন্দরী শালিনীর বৃষ্টিভেজা শরীর যেন কামনার কাব্য

বর্ষার এই মরশুমে অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।

সিনেমা হিট হোক না হোক, সোশাল মিডিয়ায় বিন্দাস দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে। বর্ষার এই মরশুমে অভিনেত্রীর ছবি দেখে অনুরাগীদের মন্তব্য, "উড়ে যব যব ঝুলফে তেরি...।"

মধ্যপ্রদেশের মেয়ে হলেও শালিনীর সাফল্যের সূত্রপাত তেলুগু ও তামিল ছবিতে। যে ছবির রিমেক হিসেবে 'কবীর সিং' তৈরি করা হয়েছিল, সেই 'অর্জুন রেড্ডি'র নায়িকা এই অভিনেত্রী।

২০১৮ সালে 'মেরি নিম্মো'তে ক্যামিও চরিত্রে অভিনয় করেন শালিনী। 'মহানটী' ছবিতে তিনি হয়েছিলেন সুশীলা। ২০১৯ সালে তামিল-তেলুগু মিলিয়ে শালিনীর মোট পাঁচটি ছবি মুক্তি পায়।

এর পরই বলিউডের নজরে পড়েন শালিনী। যশরাজের ব্যানারে 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের নায়িকা হন তিনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি।

'জয়েশভাই জোরদার'-এর ভরাডুবির পর শালিনীর আশা ছিল আমিরপুত্র জুনেইদের প্রথম ছবি 'মহারাজ'। ছবিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তবে শালিনী সেভাবে নজর কাড়তে পারেননি।

তবে আগামীতে শালিনীর কাছে রয়েছে OTT-র দুই প্রজেক্ট। একটি প্রাইম ভিডিওর 'ব্যান্ডওয়ালে', অন্যটি নেটফ্লিক্সের 'ডাব্বা কার্টেল'। 'ডাব্বা কার্টেল'-এ শাবানা আজমির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।