'ফুলকি' সিরিয়ালে ইশিতা হয়ে সারাক্ষণ ষড়যন্ত্র করতে থাকেন। তবে বাস্তব জীবনে বেশ মিষ্টি আয়েন্দ্রী রায়। আর সোশাল মিডিয়ায় অভিনেত্রী থাকেন দুষ্টুমি ভরা মেজাজে।
মডেলিংয়ের মাধ্যমে গ্ল্যামার জগতে আয়েন্দ্রীর সফর শুরু। মেদহীন ছিপছিপে চেহারায় ক্যামেরার সামনে বিন্দাস মুডে পোজ দেন অভিনেত্রী।
বাংলা টেলিভশনে আয়েন্দ্রীর সফর শুরু হয় 'আদরিণী' সিরিয়ালের মাধ্যমে। এর পরই 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে আফসিনের চরিত্রে দেখা যায় তাঁকে।
ছোটপর্দায় খল চরিত্রেই বেশি দেখা গিয়েছে আয়েন্দ্রীকে। 'মিঠাই' ধারাবাহিকে তিনি হয়েছিলেন রোহিনী। ক্যামেরার সামনে ভিলেন হলেও বাস্তবে কিন্তু আয়েন্দ্রী বেশ রোম্যান্টিক।
ছোটবেলা থাকেই 'ফিল্মি কিড' আয়েন্দ্রী। শাহরুখ খানের অন্ধ ভক্ত তিনি। একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন আয়েন্দ্রী। শুটিং না থাকলে সিনেমা দেখতে ভালোবাসেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.