Advertisement
Advertisement

Breaking News

21 July

একুশের শহিদ স্মরণে জনারণ্য, ঢাকের ‘চড়াম চড়াম’ থেকে মাদলের ছন্দ, দেখুন ছবি

সভাস্থলে পৌঁছে শহিদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ নিবেদন। হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১০

২১ জুলাই। শহিদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভায় মানুষের ঢল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সমর্থকরা।

১০

চারদিকে মা-মাটি-মানুষের জয়জয়কার। ঢাকে উঠেই ঢাকের বাদ্যি শোনাচ্ছেন তরুণী।

১০

মাদলের তালে তালে মানুষের উচ্ছ্বাস। সেই ছন্দেই মেতে উঠেছেন ঘাসফুল শিবিরের সমর্থকরা।

১০

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহিলা ঢাকির দল। লালপেড়ে সাদা শাড়ি পরে মেতেছেন ঢাকের তালে।

১০

বুকে মমতার ছবি। ঢাকে কাঠি। যেন 'চড়াম চড়াম' ধ্বনিতে মেতেছেন এই সমর্থকরা।

১০

ছাতা মাথায় স্টেজে নেতা-মন্ত্রীরা। খতিয়ে দেখা হচ্ছে ব্যবস্থাপনা।

১০

শ্রাবণের ধারায় ভিজছে ধর্মতলা চত্বর। ছাতা মাথায় ঘাসফুল শিবিরের সমর্থকরা।

১০

সভাস্থলে পৌঁছে শহিদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ নিবেদন। হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১০

হলুদ লাল শাড়িতে সাজে এসেছেন মহিলা সমর্থকদের দল। তাঁদের মাথাতেও রয়েছে ছাতা।

১০ ১০

আজ ছাব্বিশের বিধানসভাকে মাথায় রেখে কী বার্তা দেন দলনেত্রী, তার দিকে তাকিয়ে দলের নেতা-কর্মী থেকে রাজনৈতিক মহল।