Advertisement
Advertisement

Breaking News

Snowfall

বসন্তের শুরুতে বরফের চাদরে ঢেকেছে উত্তর সিকিম, বিচ্ছিন্ন ইয়াংথাম-লাচেনে সড়ক যোগাযোগ

পর্যটকদের জিরো পয়েন্ট ও গুরুদংমার লেকে যেতে দেওয়া হচ্ছে না।

বসন্তের শুরুতে ভারী তুষারপাত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায়।

বরফের চাদরে মুড়ি দিয়েছে উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, লাচুং, জিরো পয়েন্ট, গুরুদংমার লেকের মতো উঁচু পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলো।

কিছু রাস্তা বরফের পুরু আস্তরণে চাপা পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সিকিম প্রশাসনের তরফে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে।

প্রবল তুষারপাতের জেরে সিকিমের লাচেন ও ইয়ুংথামের মধ্যে সড়ক যোগাযোগ অনেকটাই বিঘ্নিত হয়েছে। ওই রুটে পর্যটকদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।

বসন্তের শুরুতে তুষারপাত পেয়ে খুশি পর্যটন সংস্থাগুলি। তারা জানিয়েছেন, ভিনরাজ্য ও বিদেশী পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তার কারণে জিরো পয়েন্ট ও গুরুদংমার লেকে যেতে দেওয়া হচ্ছে না।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "উত্তর সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা আগেই জারি করা ছিল।"