Advertisement
Advertisement
Monami Ghosh

প্লাস্টিকের পোশাকে মোহময়ী মনামী, বোল্ড ছবিগুলি দেখেছেন?

ফ্যাশনের হাত ধরে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন মনামী ঘোষ।

পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, সেটা মনামীর ভালোই জানা। তিনি যেমন শাড়িতে আদ্যোপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনই বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য।

চলতি বছরের ‘জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এও তার অন্যথা হল না! নিজের স্টাইল স্টেটমেন্টে সকলের মন জয় করে নিলেন অভিনেত্রী। মনামী ঘোষের পরনে পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকের জামা।

জামায় বিশেষ করে নজর কাড়ল ‘ফ্রিলস’। যা কিনা ঘেরওয়ালা ফ্রকের লুক তৈরি করেছে। কোনও গয়না নয়, বরং হালকা মেকআপ, লিপস্টিকেই মোহময়ী হয়ে উঠেছিলেন মনামী ঘোষ।

পোশাকের সঙ্গে অ্যাকসেসরিজও ততোধিক অত্যাধুনিক। মনামীর হাতে যে ব্যাগ দেখা গেল, তা বাংলা বিনোদুনিয়ার কোনও তারকাকেই এযাবৎকাল ব্যবহার করতে দেখা যায়নি। কাচের অ্যাকোরিয়াম ব্যাগ হাতে ফিল্মফেয়ার-এর লাল গালিচায় শুধু স্পটলাইটই কেড়ে নিলেন না, বরং প্রশংসাও কুড়োলেন ‘ফ্যাশনিস্তা’ নায়িকা।

এমন পোশাক পরে কী বার্তা দিতে চেয়েছেন নায়িকা? ব্যাখ্যা দিয়েছেন নিজেই। 'আমি শুধু একটাই বার্তা দিতে চাই যে সমুদ্রে প্লাস্টিক ফেলা বন্ধ করে সেটাকে এভাবেও পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন জলদূষণ বন্ধ হবে, তেমনই সমুদ্রের বাস্তুতন্ত্রও রক্ষা পাবে।'

নিজের পোশাকের মাধ্যমে অভিনেত্রী আসলে পরিবেশ দূষণ রোধের বার্তা দিতে চেয়েছেন। পাশাপাশি ৪৫ কেজির দড়ির পোশাক পরেও অভিনেত্রী ঝড় তুলেছেন অনুরাগীদের মনে। (ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম)

News Hub