Advertisement
Advertisement

Breaking News

Mannara Chopra

চুম্বন বিতর্ক থেকে ‘বিগ বস’, প্রিয়াঙ্কা চোপড়ার এই বোনের শরীরী মাদকতায় বুঁদ নেটপাড়া

'বিগ বস' শোয়ে ইনিই অঙ্কিতা লোখণ্ডের চক্ষুশূল ছিলেন।

'বিগ বস ১৭'র সৌজন্যে প্রিয়াঙ্কা চোপড়ার পিসতুতো বোন মান্নারাকে এখন অনেকেই চেনেন। এই মান্নারাই আবার সোশাল মিডিয়ায় বেশ বোল্ড।

হরিয়ানায় জন্ম মান্নারার। তাঁর মা জুয়েলারি ডিজাইনার, আর বাবা দিল্লি হাই কোর্টের দুঁদে আইনজীবী। কিন্তু মান্নারার পাখির চোখ গ্ল্যামার জগৎই ছিল।

মডেলিং, বিজ্ঞাপনের পর তেলুগু ছবি 'প্রেমা গিমা জানতা নাই'-এর মাধ্যমে অভিনয় শুরু করেন মান্নারা। এর পর হিন্দি ছবি 'জিদ'-এ তাঁকে দেখা যায়।

'জিদ' বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ফের দক্ষিণী সিনেমায় মন দেন মান্নারা। কিন্তু সেখানে আবার বিতর্কে জড়িয়ে যায় তাঁর নাম।

দক্ষিণী ছবি 'থিরাগাবাদারা সামি'র প্রচারে আচমকাই মান্নারার গালে চুমু খেয়ে বসেন পরিচালক রবি কুমার। সেই ভিডিও ঘিরে তুমুল শোরগোল হয়।

'বিগ বস'-এর মধ্যে আবার অঙ্কিতা লোখণ্ডের সঙ্গে মান্নারার বিস্তর ঝামেলা হয়। তবে শেষ পর্যন্ত কেউই এই রিয়েলিটি শো জিততে পারেননি। সেরা হন মুনওয়ার ফারুকি। মান্নারাকে তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়। আর অঙ্কিতা পান চতুর্থ স্থান। ছবি: ইনস্টাগ্রাম।