Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন সুন্দরীর সঙ্গে হার্দিক, বিয়েটা কি পাকা? প্রশ্ন নেটদুনিয়ার

ছবি ভাইরাল হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিকপত্নী নাতাশার।

বিবাহবিচ্ছেদ হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার? গত তিন মাস ধরে এই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।

হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে সেই জল্পনা আরও উসকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।

তারকা ক্রিকেটারের ঘনিষ্ঠদের মতে, নাতাশা-হার্দিকের বিচ্ছেদ পাকা। দুজনের সম্পর্ক ভাঙবে বলেই তাঁদের মত।

এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল বলেই মনে করছে নেটদুনিয়া। হাসিমুখে এক সুন্দরীর সঙ্গে হার্দিকের ছবি ভাইরাল হয়েছে। তার পর থেকেই গুঞ্জন, তাহলে কি এই তরুণীকেই মন দিয়েছেন তারকা ক্রিকেটার?

জানা গিয়েছে, ওই তরুণীর নাম প্রাচী সোলঙ্কি। পেশায় ডিজিটাল ক্রিয়েটার। নিজেকে ক্রিকেটের ভক্ত বলেই পরিচয় দিতে ভালোবাসেন তিনি।

দিনকয়েক আগে হার্দিকের বাড়িতে দেখা গিয়েছিল প্রাচীকে। হার্দিকের সঙ্গে ছবি তোলার পাশাপাশি পাণ্ডিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা করেন।

হার্দিকের দাদা ক্রুণাল এবং বৌদি পাঙ্খুরির সঙ্গে প্রাচী হাসিমুখে ছবি তোলেন। হার্দিকের ছেলে অগস্ত্যর সঙ্গে খেলতেও মেতে ওঠেন তিনি।

হার্দিকের সঙ্গে প্রাচীর ছবি দেখে নেটিজেনদের মত, এবার হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন। তবে এই জল্পনা ছড়াতেই নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ গান শেয়ার করেন হার্দিকপত্নী নাতাশা।