৩৬ বছরে পা দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গত দেড় দশকে সাদা বলের ক্রিকেটের বিশ্বসেরা তারকাদের মধ্যে উচ্চারিত হয় রোহিতের নাম। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনারের রেকর্ডও ঈর্ষণীয়।।
২০০৭ টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ৮৮ রান করেন রোহিত। একটি ম্যাচেও আউট হননি তিনি। আর কোনও ভারতীয় ব্যাটারের এই রেকর্ড নেই।
এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রোহিতের দখলে। ২০১৯ বিশ্বকাপে ৬৪৮ রান করেন তিনি। যার মধ্যে ছিল পাঁচটি শতরান। যা আর কোনও ব্যাটার করতে পারেননি।
ওয়ানডে ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ স্কোর ২৬৪ রান। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। এই রেকর্ড আদৌ ভাঙা যাবে কিনা সংশয় রয়েছে ক্রিকেট মহলে।
রোহিত একমাত্র ব্যাটার, যার ওয়ানডে ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি আছে। এ পর্যন্ত ১১ জন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছেন। কিন্তু কেউই একের বেশি ডবল সেঞ্চুরি করতে পারেননি।
মাত্র দু'টি বিশ্বকাপ খেলেই ৬টি সেঞ্চুরি করেছেন রোহিত। যা গোটা বিশ্বে যুগ্ম সর্বোচ্চ। রোহিত ছাড়া বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি করেছেন মাত্র একজন। তিনি শচীন তেণ্ডুলকর। ২০২৩ বিশ্বকাপে সেই রেকর্ড পেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে হিটম্যানের সামনে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ৪। আর কোনও ব্যাটার টি-২০ ক্রিকেটে চারটি সেঞ্চুরি করতে পারেননি।
ভারত অধিনায়কই একমাত্র ব্যাটার যার ওয়ানডে এবং টি-২০ দুই ফরম্যাটেই চার দলের বিরুদ্ধে শতরান রয়েছে।
ভারতীয় ক্রিকেটের হিটম্যান ছক্কা হাঁকানোর জন্য। ২০১৯ সালে রোহিত ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫২৬টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ভারতীয়দের মধ্যে এই সংখ্যাটি সর্বোচ্চ। সব মিলিয়ে রোহিতের উপরে এই তালিকায় রয়েছেন শুধু ক্রিস গেইল। তাঁর ছক্কার সংখ্যা ৫৫৩।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কার সংখ্যা সর্বোচ্চ (১৮২)। ওয়ানডে ক্রিকেটেও ছক্কার সংখ্যায় ভারতীয়দের মধ্যে সবার থেকে এগিয়ে হিটম্যান (২৭৫)। দ্বিতীয় স্থানে ধোনি। তাঁর ছক্কার সংখ্যা ২২৯।
রোহিত সবচেয়ে সফল আইপিএল অধিনায়ক। অধিনায়ক হিসাবে তিনি পাঁচবার আইপিএল জিতেছেন। আর ক্রিকেটার হিসাবে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেটাও রেকর্ড।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.