Advertisement
Advertisement
নুসরত জাহান

পোশাক থেকে হিন্দুকে বিয়ে, নানা বিতর্কে ভরপুর নুসরতের জীবন

জন্মদিনে দেখুন অভিনেত্রীর নানা মুহূর্তের ছবি।

১১

৩০-এ পড়লেন নুসরত জাহান। ফিল্মের ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও তিনি আজ টলিউডের অন্যতম ব্যস্ত মানুষ।

১১

অভিনয়ের পাশাপাশি এখন তিনি রাজনীতি নিয়েও ব্যস্ত।

১১

তবে নুসরতের জীবন বিতর্ক আর সমালোচনায় ভরতি।

১১

মুসলিম হয়ে ইসকনে যাওয়ার জন্যও কট্টরপন্থীদের রোষের শিকার হন তিনি।

১১

বেশিরভাগই অবশ্য বিয়ে ও রাজনীতিতে আসার পরবর্তী পর্যায়ের।

১১

সংসদের প্রথম দিন শাড়ি না পড়ে ওয়েস্টার্ন পোশাক পরার জন্য নেটদুনিয়ায় সমালোচনা হয় সাংসদের।

১১

বিয়ের পর সংসদে হিন্দু বধূর সাজে উপস্থিত হয়েছিলেন নুসরত। এ নিয়ে মুসলিম কট্টরপন্থীদের রোষের মুখে পড়েন তিনি।

১১

বিয়ের পর, প্রথম বছর দুর্গাষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য তাঁর উপর জারি হয় ফতোয়া।

১১

চালতাবাগানে স্বামীর সঙ্গে সিঁদুর খেলেছিলেন নুসরত, এই কারণেও তাঁকে বিতর্কের মুখে পড়তে হয়।

১০ ১১

স্বামী নিখিল জৈনের জন্মদিনে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরত।

১১ ১১

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ, তখন টিকটক ভিডিও পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন নুসরত।