Advertisement
Advertisement
Kali Puja

কলকাতার কালীকথা, শ্যামা মায়ের নানা রূপই এবার আকর্ষণ এই পুজোর

তিলোত্তমা কিংবা সিটি অফ জয় কলকাতার আরও একটি পরিচয় 'কালীক্ষেত্র কলকাতা'। ছবি: সুমন দাস।

তিলোত্তমা কিংবা সিটি অফ জয় কলকাতার আরও একটি পরিচয় 'কালীক্ষেত্র কলকাতা'। কালীঘাট, দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, আদ্যাপীঠ- এই শহরে রয়েছে বহু জাগ্রহ শক্তিপীঠ। আর কলকাতার সেই কালীকথাই এবার ফুটে উঠেছে হাওয়া সকাল ক্লাব।

ভালোবেসে এই ক্লাবের নাম হাওয়া সকাল দিয়েছিলেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। যারা প্রতিবছর নিষ্ঠাভরে কালীর আরাধনা করে চলেছে। আর এবার এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছে দুর্গাপুজোর অতিজনপ্রিয় শিল্পী অনির্বাণ দাস।

প্রথমবার কালীপুজোর আঙিনায় পা রেখেই কালীক্ষেত্র কলকাতাকে তুলে ধরেছেন শিল্পী। শহরের আনাচে-কানাচে বিভিন্ন মন্দিরে নানা রূপের যে কালীমূর্তি রয়েছে, তাকেই দেখিয়েছেন শিল্পী।

রামকৃষ্ণ দেব, বামাক্ষ্যাপা-সহ বহু কালী সাধকের ভূমি এই তিলোত্তমা। শিবক্ষেত্র বলতে যেমন কাশী বিশ্বনাথের বারাণসী বোঝায়, তেমনই কালীক্ষেত্র হল এই কলকাতা। আবার কথিত আছে, কলিকাতা নামটিও কালীর নামানুসারে হয়েছিল।

কলকাতার কোথায় কোন কালীমন্দির রয়েছে, তাও তুলে ধরা হয়েছে মানচিত্রের মাধ্যমে। শ্যামা মায়ের শহরজুড়ে ধিকি ধিকি আগুন জ্বলছে সর্বক্ষণ। এ মণ্ডপের আলোকসজ্জার দায়িত্বে প্রেমেন্দুবিকাশ চাকী।

পুজোর অন্যতম উদ্যোক্তা ময়ূখ ঠাকুর চক্রবর্তী জানান, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের আরতির মধ্যে দিয়ে মায়ের পুজোর সূচনা হয়েছে। এবার শিল্পী অনির্বাণ দাসের কাজ নিশ্চিতভাবে দর্শকদের আনন্দ দেবে।