শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মানেই হিন্দু সম্প্রদায়ের কাছে এক পবিত্র দিন। জন্মাষ্টমী বা কৃষ্ণ অষ্টমীর সেই পবিত্র দিনে দেশজুড়ে উৎসবের আবহ। আনন্দে মাতলে হিন্দু ধর্মাবলম্বীরা।
জন্মাষ্টমীর নানা রীতিনীতির মধ্যে বিশেষ আকর্ষণীয় 'দহি হান্ডি' ভাঙা। ঠিক যেভাবে বালক কৃষ্ণ দইয়ের হাঁড়ি ভেঙে চুরি করে খেত। সুরাটের এক অনুষ্ঠানে সেই 'দহি হান্ডি' ভেঙে প্রসাদ খাওয়ার বিরল দৃশ্য।
বালক গোপালের রূপে নিজের সন্তানকে সাজালেন অভিভাবকরা। এও জন্মাষ্টমী উদযাপনের এক জনপ্রিয় রীতি।
পাটনার মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে খুদে রাধা-কৃষ্ণদের ভিড়। সুন্দর পোশাক-আশাক পরে অন্যরকম সাজ সেজে দারুণ খুশি ছোটরা।
'গোপিনী' পরিবৃত 'কৃষ্ণ'রূপী যুবক। নীল গাত্রবর্ণ, বংশীবদন জ্য়ান্ত কৃষ্ণকে সঙ্গ দিতে 'রাধা' সাজলেন তরুণীরা।
ঠিক যেন শ্রীকৃষ্ণের শৈশব! বন্ধুদের কাঁধে চড়ে যেমন দইয়ের হাঁড়ি পেড়ে খেতেন নন্দদুলাল, সেভাবেই মানবশৃঙ্খল গড়ে 'দহি হান্ডি' ভাঙলেন ভক্তরা।
গত ২ বছর করোনার দাপটে জন্মাষ্টমী উদযাপনের আয়োজন কাটছাঁট করা হয়েছিল। এবার মহামারীর প্রভাব কাটতেই মহা ধুমধামে মায়াপুরের ইসকন মন্দিরে পালিত হল কৃষ্ণ অষ্টমী। ছবি:
ঝুলনা বড় প্রিয় শ্রীকৃষ্ণের। গুজরাটের ভাদোদরায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল দোলনা। ২০০ গ্রাম সোনা, ৭ গ্রাম রুপোর দোলায় জন্মাষ্টমীর দিন বসানো হয় কৃষ্ণমূর্তি।
দেশের বাইরেও জন্মাষ্টমীর ছোঁয়া। বাংলাদেশের রাজধানী ঢাকায় সকাল থেকে চলল শোভাযাত্রা, নাচ-গানে শ্রীকৃষ্ণ বন্দনা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.