Advertisement
Advertisement

Breaking News

RG Kar

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে আমজনতা, একঝলকে কর্মসূচির ফটো গ্যালারি

শহর ও শহরতলির অন্তত ৪২ জায়গায় জমায়েত।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল কর্মসূচি। কলকাতার পাশাপাশি রাত দখলে শামিল জেলার একাধিক এলাকাও।

শহর ও শহরতলির অন্তত ৪২ জায়গায় জমায়েত। স্লোগান উঠল ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’

রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে কলকাতার রাজপথে কাতারে কাতারে মানুষ।

শ্যামবাজার থেকে বেহালার শখের বাজার, দেশপ্রিয় পার্ক থেকে সল্টলেকের করুণাময়ী- সর্বত্রই পথে নেমে প্রতিবাদে শামিল হলেন আমজনতা। তাঁদের একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস'।

আর জি কর মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়েও প্রতিবাদে গর্জে উঠলেন সকলে। বিচার পেতে কেন বিলম্ব, প্রশ্ন আমজনতার।

কেবল আলো নিভিয়ে প্রতিবাদ নয়, মানববন্ধনের ডাকও দেওয়া হয়েছিল এদিনের রাত দখল কর্মসূচিতে। একঝাঁক তারকাকেও দেখা যায় এদিন পথে নেমে প্রতিবাদ করতে।