Advertisement
Advertisement

Breaking News

Anant-Radhika wedding

রজনীকান্ত, জন সিনা থেকে মহেন্দ্র সিং ধোনি, অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট

আম্বানিদের লাল গালিচায় ট্র্যাডিশনাল মুডে ‘সঞ্জুবাবা’ও।

১০

শুরু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। মেগাবাজেট বিয়ের অতিথি তালিকা নজরকাড়া। আর আম্বানি পরিবার ‘পিকচার পারফেক্ট’।

১০

সপরিবারে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে হাজির দাক্ষিণাত্যের 'থালাইভা' রজনীকান্ত।

১০

ভারতীয় পোশাকে সুপারহিট হলিউড তারকা তথা WWE স্টার জন সিনা। গলাবন্ধ পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

১০

মেয়ে জিভাকে কিয়ে অনন্ত ও রাধিকার বিয়েতে হাজির মহেন্দ্র সিং ধোনি।

১০

আম্বানিদের লাল গালিচায় ট্র্যাডিশনাল মুডে ‘সঞ্জুবাবা’। ডিপ ব্লু শেরওয়ানিতে নজর কাড়লেন তিনি।

১০

সদ্য বাবা হয়েছেন। একাই আম্বানিদের অনুষ্ঠানে হাজির বরুণ ধাওয়ান। ওদিকে আবার ক্যামেরার সামনে পোজ দিয়েছেন কৃতী স্যানন।

১০

বলিউডের 'পারফেক্ট কাপল' রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'স্যুজা। ম্যাচিং পোশাকে অনুষ্ঠানে হাজির দম্পতি।

১০

অফ হোয়াইট আর রেডের কম্বিনেশনে সেজেছেন রাজকুমার রাও ও পত্রলেখা। শ্রীদেবীর ছোট মেয়ে খুশির পরনে সবুজ লেহেঙ্গা।

১০

একই পোশাকে দেখা গেল মিজান জাফরি ও বীর পাহাড়িয়া। তাঁদের মাঝেই রয়েছে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া।

১০ ১০

ভাই ইব্রাহিমের সঙ্গে বিয়েবাড়িতে হাজির সারা আলি খান। হলুদ লেহেঙ্গায় সেজেছেন অনন্যা পাণ্ডে।