ফুটবল ইতিহাসের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। ১৯২৭ সালের ১ এপ্রিল হাঙ্গেরির বুদাপেস্টে তাঁর জন্ম। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৮০ ম্যাচে ১৫৬ গোল আছে। বর্তমানে বছরের সেরা আকর্ষণীয় গোলের পুরস্কার দেওয়া হয় পুসকাসের নামে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত ওয়াদেকারের জন্ম ১৯৪১ সালে। দেশের হয়ে ৩৭টি টেস্টে ২১১৩ রান আছে তাঁর। ওয়াদেকারের নেতৃত্বে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। সিকে নায়ডু জীবনকৃতি পুরস্কার ছাড়াও অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছিলেন তিনি।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ারের জন্ম ১৯৫৭ সালে। দেশের হয়ে ১১৪টি টেস্টে ৮২৩১ রান ও ১১৪টি ওয়ানডেতে ৩১৭০ রান করেছেন তিনি। ২০১৮ সালে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট একাদশে তাঁর নাম ঘোষিত হয়।
নিজের সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন ক্লেরেন্স সিডর্ফ। ১৯৭৬ সালের ১ এপ্রিল জন্ম নেদারল্যান্ডসের এই ফুটবলারের। আয়াক্স, রিয়াল মাদ্রিদ ও এসি মিলান, তিনটি দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বিরল রেকর্ড রয়েছে।
স্টিফেন ফ্লেমিংয়ের জন্ম ১৯৭১ সালের ১ এপ্রিল। নিউজিল্যান্ডের জার্সিতে ১১১টি টেস্টে করেছেন ৭১৭২ রান। ২৮০টি ওয়ানডেতে করেছেন ৮০৩৭। দীর্ঘদিন নিউজিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন। বর্তমানে তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচ।
ভারতের প্রাক্তন ক্রিকেটার মুরলী বিজয়ের জন্ম ১৯৮৪ সালে। দেশের হয়ে ৬১টি টেস্টে তাঁর রান সংখ্যা ৩৯৮২। চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার আইপিএল জিতেছেন। ২০১৩-র ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও ছিলেন এই ওপেনার।
ইংল্যান্ডের ক্রিকেটার জোফ্রা আর্চারের জন্ম ১৯৯৫ সালে। দেশের হয়ে ৩১টি ওয়ানডে খেলেছেন তিনি। ২০১৯-র বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তিনি। আইপিএলে তাঁর দল রাজস্থান রয়্যালস।
ভারতীয় ফুটবল দলের অন্যতম শক্তি সাহাল আবদুল সামাদ। বর্তমানে তিনি খেলেন মোহনবাগানে। ১৯৯৭ সালের ১ এপ্রিল জন্ম ভারতীয় মিডফিল্ডারের। দেশের হয়ে ৩৯টি ম্যাচে ৩টি গোল রয়েছে সাহালের।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.