Advertisement
Advertisement
R G Kat

আর জি কর কাণ্ডের বিচার চাই! এবার পথে স্কটিশচার্চ স্কুলের প্রাক্তনীরা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। মিছিল নগরী তকমা সার্থক করেছে তিলোত্তমা। পথে নেমেছে পড়ুয়ারা। ছবি: অরিজিৎ সাহা।

পিছিয়ে নেই বিভিন্ন স্কুল, কলেজের প্রাক্তনীরা। বিচার চেয়ে পথে নামছে তাঁরাও। ছবি: অরিজিৎ সাহা।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে নামেন স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা। ছবি: অরিজিৎ সাহা।

স্কটিশচার্চ স্কুলের প্রাক্তনী ও তাঁদের পরিবারের সদস্যরা শনিবার মানিকতলার জুনিয়র স্কুলের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন। ছবি: অরিজিৎ সাহা।

শারীরিক প্রতিবন্ধকতাকে উড়িয়ে হুইল চেয়ারে বসেও মিছিলে অংশ নেন এক প্রাক্তনী। ছবি: অরিজিৎ সাহা।

সকলের একই স্বর 'We Want Justice।' ছবি: অরিজিৎ সাহা।