আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। মিছিল নগরী তকমা সার্থক করেছে তিলোত্তমা। পথে নেমেছে পড়ুয়ারা। ছবি: অরিজিৎ সাহা।
পিছিয়ে নেই বিভিন্ন স্কুল, কলেজের প্রাক্তনীরা। বিচার চেয়ে পথে নামছে তাঁরাও। ছবি: অরিজিৎ সাহা।
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে নামেন স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা। ছবি: অরিজিৎ সাহা।
স্কটিশচার্চ স্কুলের প্রাক্তনী ও তাঁদের পরিবারের সদস্যরা শনিবার মানিকতলার জুনিয়র স্কুলের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন। ছবি: অরিজিৎ সাহা।
শারীরিক প্রতিবন্ধকতাকে উড়িয়ে হুইল চেয়ারে বসেও মিছিলে অংশ নেন এক প্রাক্তনী। ছবি: অরিজিৎ সাহা।
সকলের একই স্বর 'We Want Justice।' ছবি: অরিজিৎ সাহা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.