Advertisement
Advertisement

Breaking News

Vigyan Mancha

‘যদি হও সুজন, করো বনসৃজন’, বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালিত হল বনমহোৎসব

প্রায় ৩০০ ছাত্রছাত্রী বৃক্ষ বিতরণে অংশগ্রহণ করে।

'যদি হও সুজন করো বনসৃজন'- এই ট্যাগ লাইন নিয়ে প্রতিবছরের মতো এবছরও মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালন করা হল বনমহোৎসব।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের-সহ সভাপতি তপন সাহা ও কলকাতা জেলার সম্পাদক শেখ সোলেমান।

মঙ্গলবার, বেথুন স্কুল ও বিধান সরণী সংলগ্ন স্থানে উৎসবটি পালন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটি (হেদুয়া)।

এই বনমহোৎসবে অংশগ্রহণ করে বেথুন কলেজিয়েট স্কুল, আহেরিটোলা বঙ্গ বিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন, টাউন স্কুল, আর. এন . সিং মেমোরিয়াল স্কুল, এথেনিয়াম স্কুল, রঘুমল আর্য বিদ্যালয়, আর্যকন্যা মহাবিদ্যালয়-সহ একাধিক স্কুলের পড়ুয়া।

সব মিলিয়ে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী এই উৎসবে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের-সহ সভাপতি তপন সাহা মহাশয় ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান।

ছাত্রছাত্রীরা পথ চলতি মানুষের হাতে প্রায় ৫০০ চারা গাছ তুলে দেয়।

এই কর্মসূচি ঘিরে পড়ুয়াদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।