কোভিডে কারণে টানা সতেরো মাস বন্ধ থাকার পর নতুন সংস্থার মাধ্যমে হাওড়া স্টেশনে খুলল ফুড প্লাজা। সোমবার হল শুভ উদ্বোধন।
উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছিল ফুড প্লাজা। এসেছিলেন বহু মানুষ।
মায়ের সঙ্গে ফুড প্লাজায় খুদে। জানা গিয়েছে, এবার সম্পূর্ণ রাসায়নিক পদার্থ বিহীনভাবে অনেকগুলি খাদ্য তৈরি হবে হবে ফুডপ্লাজায়। বাঙালির প্রিয় সুন্দরীনী সুইটসের সঙ্গে চুক্তি হয়েছে।
শুধু বাহারি মেনুই নয়, সুন্দর করে সাজানো হয়েছে গোটা প্লাজা। বসার ব্যবস্থাও বেশ আকর্ষনীয়। সেখানে ভারতীয় খাবারের পাশাপাশি পেয়ে যাবেন । ভারতীয় সব ধরণের খাবারের সঙ্গে থাকবে চাইনিজ ডিশ, পিজা, বার্গার, স্যান্ডউইচ, রোল, আইসক্রিম।
নতুনভাবে এই ফুডপ্লাজা চালু করতে সংস্থার খরচ হয়েছে ২ কোটি আশি লক্ষ টাকা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.