Advertisement
Advertisement
Russia-Ukraine war

ঘরে ফেরা! ইউক্রেনে আটকে পড়া ২১৯ জন পড়ুয়াকে নিয়ে মুম্বই ফিরল বিশেষ বিমান

ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরাতে শুরু হয়েছে 'অপারেশন গঙ্গা'।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে মুম্বই এসে পৌঁছল ভারতের বিশেষ বিমান।

পড়ুয়াদের বিমান পৌঁছনোর পরে তাঁদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

প্রতীক্ষা! পড়ুয়াদের রিসিভ করতে মুম্বই বিমানবন্দরে অভিভাবকদের ভিড়।

অবশেষে! বিমানে বসে অপেক্ষায় অধীর পড়ুয়ারা।

ভারতীয় দূতাবাসের তরফে ব্যবস্থা করা হয় বিশেষ বাসের।

ফেরার পথ কঠিন হলেও তাঁদের ফেরাতে মরিয়া দেশ।

এখনও দেশে ফেরার অপেক্ষায় বহু পড়ুয়া, তাঁরাও সীমান্ত পেরিয়ে বিমানের অপেক্ষায়।

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন থেকে এভাবেই সীমনা পেরিয়ে অন্য দেশ হয়ে ফিরতে হচ্ছে পড়ুয়াদের।

দেশে ফেরার অপেক্ষায় পড়ুয়ারা।