Advertisement
Advertisement

Breaking News

Ghibli Pictures

শচীনের বিশ্বজয় থেকে পরিবারের সঙ্গে চাহাল-সানিয়া, জিবলি উৎসবে খেলার দুনিয়া

জিবলি ছবি পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসও।

জিবলি জ্বরে কাঁপছে নেটদুনিয়া। ফুটবলার থেকে ক্রিকেটার, কে নেই সেই তালিকায়? শচীন তেণ্ডুলকর জিবলি ধরনের দুটি ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটি বিশ্বকাপ হাতে, আরেকটি বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের কাঁধে ওয়াংখেড়েতে ঘোরার ছবি।

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও মেতেছেন জিবলি ছবিতে। সোশাল মিডিয়ায় তিনি বাবা-মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মেডেল। সঙ্গে লেখা 'তোমরা না থাকলে ঘরকে ঘর মনে হয় না।'

এবার আইপিএলে পাঞ্জাব কিংসে খেলছেন চাহাল। যে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। পাঞ্জাব কিংস থেকেও শ্রেয়স ও শশাঙ্ক সিংয়ের জিবলি ছবি পোস্ট করা হয়েছে। এই ম্যাচে ৯৭ রান করেছিলেন শ্রেয়স।

বাদ যায়নি মুম্বই ইন্ডিয়ান্সও। জিবলি ধরনে তাদের আইপিএলের কয়েকটি স্মরণীয় মুহূর্তের কোলাজ পোস্ট করেছে। সেখানে মালিঙ্গা, বুমরাহ, রোহিত, সূর্যকুমার যাদব, কে নেই?

আইপিএলে কেকেআর তারকা রিঙ্কু সিংও পরিবারের সঙ্গে জিবলি ধরনের ছবি পোস্ট করেছেন। সেখানে উপস্থিত তাঁর বাবা-মা। এছাড়া ভারতের জার্সিতে খেলার কয়েকটা ছবিও পোস্ট করেছেন তিনি।

শুধু ক্রিকেটাররা না, জিবলি-উৎসবে শামিল টেনিস তারকা সানিয়া মির্জা। বোন আনম মির্জা দুই মেয়ের সঙ্গে জিবলি ছবি পোস্ট করেন। সেটা স্টোরিতে শেয়ার করেন সানিয়া।

জিবলি ছবিতে মেতেছেন প্রাক্তন ফুটবলার শিল্টন পাল। মোহনবাগানের প্রাক্তন গোলকিপার পরিবারের সঙ্গে জিবলি ধরনের ছবি পোস্ট করেছেন।