Advertisement
Advertisement

Breaking News

Dussehra

দশেরায় ছবির প্রচার, রাবণ দহনের অনুষ্ঠানে ‘সিংহম’ অজয়, সঙ্গী করিনা-রোহিত

গদা হাতেও ক্যামেরার সামনে পোজ দেন তিন তারকা।

দিওয়ালির মরশুমে ছবির মুক্তি। প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন 'সিংহম এগেইন' ছবির তারকারা। বিশেষ করে অজয় দেবগন ও করিনা কাপুর। নায়ক-নায়িকার সঙ্গী পরিচালক রোহিত শেট্টি।

দিল্লির লভ কুশ রামলীলায় পৌঁছে গিয়েছিলেন অজয়, করিনা, রোহিতরা। নায়ক পরিচালকের পরনে ছিল কালো পোশাক। করিনা সাজেন বেগুনি রঙের লেহেঙ্গায়।

খনও গদা হাতে ক্যামেরার সামনে পোজ দেন তিন তারকা। আবার কখনও ধনুক হাতে রাবণ দহনের অনুষ্ঠানে সম্পন্ন করেন তাঁরা। উপস্থিত সকলকে জানান দশেরার শুভেচ্ছা। আর সেই সঙ্গে সারেন 'সিংহম এগেইন' ছবির প্রচার।

'সিংহম এগেইন' ছবিতেও রামায়ণের প্রভাব রয়েছে। সীতাহরণের প্রতিশোধে রামের রাবণবধ, হনুমানের লঙ্কাকাণ্ডের প্রসঙ্গ টেনে গল্প বুনেছেন পরিচালক রোহিত শেট্টি।

পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'সিংহম এগেইন'। ছবিতে অজয়-করিনা ছাড়াও রয়েছেন অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোণ, রণবীর সিং, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত।