Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Fashion

শরতের আকাশের মতো নীল রঙের ইক্কত শাড়ি, ষষ্ঠীর সাজে সোহিনী সরকার

উৎসবের সাজে ফ্রেমবন্দি অভিনেত্রী। শুধুমাত্র সংবাদ প্রতিদিন-এর জন্য।

আভিজাত্য বিকশিত হয় ঐতিহ্যের পরম্পরায়। তাইতো প্রিয় গোপাল বিষয়ীর শাড়িতেই ষষ্ঠীর সাজে সোহিনী সরকার।

শরতের আকাশের মতো নীল রং প্রিয় গোপাল বিষয়ীর এই সুতির ইক্কতে। অলঙ্কার তাহির জুয়েলারির।

হলুদ ব্লাউজের কম্বিনেশনে প্রিয় গোপাল বিষয়ীর এই শাড়ি পরেছেন সোহিনী। সুন্দর কারুকাজের এই ব্লাউজ তৈরি করেছে পরমা।

বিদিশা চট্টোপাধ্যায়ের স্টাইলিংয়ে সোহিনীর ষষ্ঠীর এই সাজের মেকআপ সামলেছেন অভিজিৎ পাল। চিত্রশিল্পী শিলাদিত্য দত্ত। লোকেশন ব্যারিস্টার বাবুর বাড়ি।

প্রিয় গোপাল বিষয়ীর শাড়ির সাজে সোহিনীর এই সাজের শুটিং কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন শম্পালী মৌলিক।