ষষ্ঠীর মতো সপ্তমীতেও প্রিয় গোপাল বিষয়ীর শাড়িকেই বেছে নিয়েছেন সোহিনী সরকার।
সপ্তমীতে সোহিনীর পছন্দ রুপোলি টিস্যু সিল্ক শাড়ি। সঙ্গে মানানসই অলঙ্কার তাহির জুয়েলারির।
সুন্দর কারুকাজের এই হল্টারনেক ব্লাউজ তৈরি করেছে পরমা।
রুপোলি নোজ রিং, হাতফুল আর ঝুমকো দুলে সপ্তমীতে স্নিগ্ধ সাজ সোহিনীর।
সোহিনীর অষ্টমীর সাজ আরেকটু জমকালো। আর সেই জন্য প্রিয় গোপাল বিষয়ী থেকে চুনে হলুদ রঙের অফবিট বালুচরি সিল্ক শাড়ি বেছে নিয়েছেন অভিনেত্রী।
আর এই সাজে অতিরিক্ত আভিজাত্য যোগ করেছে পরমার ডিজাইন করা কালো ফ্রিল দেওয়া ব্লাউজ।
বিদিশা চট্টোপাধ্যায়ের স্টাইলিংয়ে সোহিনীর ষষ্ঠীর এই সাজের মেকআপ সামলেছেন অভিজিৎ পাল। চিত্রশিল্পী শিলাদিত্য দত্ত।
প্রিয় গোপাল বিষয়ীর শাড়ির সাজে সোহিনীর এই সাজের শুটিং কোঅর্ডিনেশনের দায়িত্ব সামলেছেন শম্পালী মৌলিক।
লোকেশন দুশো বছরের ঐতিহ্যবাহী ব্যারিস্টার বাবুর বাড়ি। নোনা ধরা দেওয়াল, পুরনো আসবাব, ঠাকুরদালানের দেওয়াল যেন পুজোর গন্ধকে আরও তীব্র করে তুলেছে।
উৎসবের সাজে অভিনেত্রী সোহিনী সরকারের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.