পুজোর সাজ মানেই ঐতিহ্য আর আভিজাত্যের মিশেল। নবমী মানেই ভোগ খাওয়া আর মণ্ডপে চুটিয়ে আড্ডা। তাই এদিনের জন্য কমফরটেবল কটনের পোশাক বেছে নিয়েছেন সোহিনী-অনির্বাণ।
নবমীর নববেশে ঢাকাই থিম। সোহিনী পরেছে রানি পিঙ্ক-কমলা কম্বিনেশনের ঢাকাই। অনির্বাণ বেছে নিয়েছেন লাল-কালো রঙের কম্বিনেশনে ঢাকাই কাজ করা পাঞ্জাবি এবং লাল ধুতি।
পুজোর বাকি দিনগুলির মতো নবমীর জন্যও প্রিয় গোপাল বিষয়ীর উপরই চোখ বন্ধ করে ভরসা করেছেন সোহিনী সরকার। অনির্বাণ ভট্টাচার্যও তাই।
পরমার ব্লাউজ, আর তাহির জুয়েলারির গয়নায় সুন্দরী সোহিনী। ধুতি-পাঞ্জাবিতে নজর কেড়েছেন হ্যান্ডসাম অনির্বাণ।
পুজো মানেই তো প্রিয় মানুষের সঙ্গে ঘোরাফেরা, দেদার আড্ডা কিংবা চেনা গণ্ডিতে গেট টুগেদার। নবমীতে দিনভর এই সাজ কিন্তু একেবারেই পারফেক্ট।
লোকেশন দুশো বছরের ঐতিহ্যবাহী ব্যারিস্টার বাবুর বাড়ি। নোনা ধরা দেওয়াল, পুরনো আসবাব, ঠাকুরদালানের দেওয়াল যেন পুজোর গন্ধকে আরও তীব্র করে তুলেছে।
উৎসবের সাজে সোহিনী-অনির্বাণের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ। বিদিশা চট্টোপাধ্যায়ের স্টাইলিংয়ে দুই তারকার মেকআপ করেছেন অভিজিৎ পাল। শম্পালী মৌলিকের তত্ত্বাবধানে ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.