হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নবমীর দুপুরেই আকাশ কালো করে নামল বৃষ্টি। জল থইথই শহর কলকাতা। ছবি: পিন্টু প্রধান।
মণ্ডপমুখী জনতার উৎসাহে কার্যত ভাঁটা। তবে তাতেও দমছেন না অনেকেই। ছাতা মাথায় মণ্ডপমুখী জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।
প্রিয়জনের সঙ্গে একই ছাতার তলায় দেবী দর্শনের আনন্দও চেটেপুটে নিচ্ছে বঙ্গবাসী। ছবি: কৌশিক দত্ত।
ঝেঁপে বৃষ্টি হলেও নাকতলা উদয়ন সংঘে প্রতিমা দর্শনের উৎসাহে ভাঁটা নেই। ছবি: কৌশিক দত্ত।
বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে শাড়ি, পাঞ্জাবি থেকে কোলের শিশুকে সামলে দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছে জনতা। ছবি: সায়ন্তন ঘোষ।
বৃষ্টিতে নতুন পোশাক, মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় অবশ্যই রয়েছে। তবু প্রতিমা দর্শনের উৎসাহে ঘাটতি নেই। ছবি: সায়ন্তন ঘোষ।
বৃষ্টি থামতেই মণ্ডপে মণ্ডপে ফের জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.