Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

Durga Puja: বৃষ্টি অসুরকে থোড়াই কেয়ার! ছাতা মাথায়, প্যান্ট গুটিয়ে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার

ছাতা মাথায় দেবী দর্শন।

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নবমীর দুপুরেই আকাশ কালো করে নামল বৃষ্টি। জল থইথই শহর কলকাতা। ছবি: পিন্টু প্রধান।

মণ্ডপমুখী জনতার উৎসাহে কার্যত ভাঁটা। তবে তাতেও দমছেন না অনেকেই। ছাতা মাথায় মণ্ডপমুখী জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।

প্রিয়জনের সঙ্গে একই ছাতার তলায় দেবী দর্শনের আনন্দও চেটেপুটে নিচ্ছে বঙ্গবাসী। ছবি: কৌশিক দত্ত।

ঝেঁপে বৃষ্টি হলেও নাকতলা উদয়ন সংঘে প্রতিমা দর্শনের উৎসাহে ভাঁটা নেই। ছবি: কৌশিক দত্ত।

বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে শাড়ি, পাঞ্জাবি থেকে কোলের শিশুকে সামলে দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছে জনতা। ছবি: সায়ন্তন ঘোষ।

বৃষ্টিতে নতুন পোশাক, মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় অবশ্যই রয়েছে। তবু প্রতিমা দর্শনের উৎসাহে ঘাটতি নেই। ছবি: সায়ন্তন ঘোষ।

বৃষ্টি থামতেই মণ্ডপে মণ্ডপে ফের জনজোয়ার। ছবি: সায়ন্তন ঘোষ।