ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ - বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এবার ইউনেস্কোর 'ঐতিহ্যবাহী' তকমা পেয়েছে। সেই উপলক্ষে ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে এবছর আগাম পুজোর সূচনা সরকারের। রেড রোডে বর্ণাঢ্য মিছিল। ছবি: পিণ্টু প্রধান।
একমাস আগেই বাংলায় পুজোর গন্ধ। নাচে-গানে দুর্গাপুজোর সূচনায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে শামিল সমস্ত সংস্কৃতি মনস্ক কর্মী। অনুষ্ঠান শুরুর প্রাক মুহূর্তের প্রস্তুতি।
বর্ণময় উৎসব দুর্গাপুজো। তার মেজাজের সঙ্গে সাযুজ্য রেখে আগাম শারদীয়ার সূচনায় অন্য সাজে সাজলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। সাদা পাঞ্জাবি, হলুদ উত্তরীয়র সঙ্গে তাঁর মাথায় রঙিন রাজস্থানি পাগড়ি। ছবি: পিণ্টু প্রধান।
বাংলার ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি। গর্বিত বাংলা, গর্বিত বিশ্ব। আগাম দুর্গাপুজোর সূচনায় রাজ্য সরকারের অতিথি ইউনেস্কোর প্রতিনিধিরা। রেড রোডের মঞ্চে তাঁদের বরণ করে নিলেন জুন মালিয়া, মিমি চক্রবর্তী, নয়না বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্ররা।
ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রেড রোডে সেলিব্রিটিরাও। এক ফ্রেমে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রেড রোডের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে নাচ করলেন শুভশ্রী-সায়ন্তিকা। শামিল ছোটপর্দার অনেক অভিনেত্রী।
দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজের তকমা ইউনেস্কোর। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে শামিল বাংলার ফুটবল ক্লাব মোহনবাগান। ব্যানার নিয়ে মিছিলে হাঁটলেন ফুটবলার, ক্লাবের কর্মীরা।
ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে রেড রোডে সৌরভ গঙ্গোপাধ্যায়। বসলেন মুখ্যমন্ত্রীর পাশের আসনেই।
মোহনবাগানের তরফে মুখ্যমন্ত্রীকে ক্লাবের প্রতীক পালতোলা নৌকোর ছবি দেওয়া হয়, তিনি আবার ছবিটি তুলে দেন ইউনেস্কোর প্রতিনিধিদের হাতে। দেওয়া হল মোহনবাগানের জার্সিও। ছবি: পিণ্টু প্রধান।
দশভুজা দুর্গার আশীর্বাদ! যে দেবীর পুজো বিশ্বমঞ্চে এত বড় স্বীকৃতি লাভ করল, সেই দুর্গামূর্তি উপহার দেওয়া হল ইউনেস্কোকে।
ডোকরার দুর্গামূর্তিও উপহার হিসেবে ইউনেস্কোর প্রতিনিধিদের হাতে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.