Advertisement
Advertisement
Durga Puja Carnival 2024

রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল, উপস্থিত একঝাঁক সেলেব, দর্শকদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো এখন আন্তর্জাতিক উৎসব, কার্নিভাল শেষে বার্তা মুখ্যমন্ত্রীর।

রেড রোডে বর্ণাঢ্য পুজো কার্নিভাল। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা এবারেও উপস্থিত পুজো কার্নিভালে। উপস্থিত টলিউডের বহু চেনা মুখ।

সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত রেড রোড কার্নিভালে। প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও এদিন রেড রোডের মঞ্চে দেখা গিয়েছে। ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীও।

রেড রোডের কার্নিভালে জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে র‍্যাম্পও বানানো হয়। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা।

কার্নিভালে শহরের সেরা ৮৯টি পুজো অংশ নিয়েছে। রেড রোড দিয়ে প্রতিটি পুজো কমিটি শোভাযাত্রার মাধ্যমে নিজেদের পুজোর থিম ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। গান ও নাচে বহু সেলিব্রিটিকেই অংশ নিতে দেখা গেল।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। পরে বরানগরের একটি পুজোর শোভাযাত্রাতেও দেখা যায় স্থানীয় বিধায়িকাকে। নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার নৃত্য পরিবেশন করে আলাদা করে নজর কেড়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

পুজোর কার্নিভালে ‘সেরা গান’ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা একটি গানকে। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেই গানটিও এদিন গাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সেই নাচে কোমর দুলিয়েছেন।

কার্নিভালের শেষে এক টুইট বার্তায় অনুষ্ঠানে যোগ দেওয়া হাজার হাজার দর্শককে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দুর্গাপূজা এখন আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। এবছরও বহু বিদেশি প্রতিনিধি পুজো কার্নিভালে অংশ নিয়েছেন।" সার্বিকভাবে রাজ্য প্রশাসনের তরফে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।