জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোর ৮৮ তম বর্ষের শুভ সূচনা হল রথযাত্রার দিন।
এদিন সকালে প্রতিমার কাঠামো পুজো করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা এবং পুজো কমিটির অন্যান্য সদস্যরা।
পুজোর থিমের টিজারও উন্মোচন করা হয়। বনগাঁ লোকাল, পর্ব ২! ২০১৬ সালে বনগাঁ লোকাল থিমে শহরের নজর কেড়েছিল জগৎ মুখার্জি পার্ক। এবারও টিজারেই যে চমক দিল তারা, বলার অপেক্ষা রাখে না। এবারের থিম ভাবনায় শিল্পী সুবল পাল।
গত শুক্রবার টালা পার্ক ১৫ পল্লির এবছরের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচিত হয়। ছোটদের হাতে রথ ও জগন্নাথ মূর্তি তুলে দেন মন্ত্রী শশী পাঁজা এবং অতীন ঘোষ।
রথের দিনই কাঠামো পুজো ও ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে তাদের এ বছরের দুর্গোৎসবের শুভ সূচনা করল কুমারটুলি সার্বজনীন।
এস বি পার্ক সার্বজনীনের খুঁটিপুজোয় হাজির প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়। ছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.