Advertisement
Advertisement
Kashi Bose Lane Durga Puja

মায়ের পুজোয় মাটির টান, বাংলার পাঁচ ভিন্ন রঙের মাটিতে সাজছে উত্তর কলকাতার এই মণ্ডপ

এই মাটির টানেই যেন বাঙালি বারবার ফিরে আসে 'ধানসিঁড়িটির তীরে'।

মায়ের পুজোয় মাটির টান। এবার বিভিন্ন রঙের মাটি দিয়ে সাজানো হয়েছে কাশী বোস লেনের দুর্গা মণ্ডপ।

নিজের এই থিমে যেমন পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে, তেমনই মাটিকে 'মা' হিসেবে দেখাতে চেয়েছেন শিল্পী অদিতি চক্রবর্তী।

যেখানে বড় হয়ে ওঠা, সেই মাটির টানে বাঙালি বারবার ফিরে আসে এই 'ধানসিঁড়িটির তীরে'। শিকড়ের এই টানের গাথাই কাশী বোস লেনের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অদিতি।

মণ্ডপ সাজাতে বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তের এক প্রত্যন্ত গ্রাম থেকে বিশেষ মাটি আনা হয়েছে। জানালেন কাশী বোস লেন পুজোর উদ্যোক্তা সোমেন দত্ত।

কী বিশেষত্ব এই মাটির? ওই এলাকায় বিভিন্ন স্তরে বিভিন্ন রঙের মাটি পাওয়া যায়। তাই মণ্ডপ সাজানোর কাজে ব্যবহার করা হচ্ছে। তৃতীয়া থেকেই সাধারণ মানুষ কাশী বোস লেনের এই মাটির সাম্রাজ্য দেখতে পারবেন। জানালেন সোমেন দত্ত।