Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

ঠাকুর থাকবে কতক্ষণ… সিঁদুর খেলা-ধুনুচি নাচে উমা বিদায়, দেখে নিন প্রতিমা নিরঞ্জনের মুহুর্ত

পুজো আসতে আর মাত্র ৩৮১ দিন বাকি।

১০

উমার বিদায়ের পালা। দশমীর পুজোর পর সেরে নেওয়া হয় বরণ। সকাল থেকেই বিভিন্ন ঘাটে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। ছবি: পিন্টু প্রধান।

১০

রীতি মেনে দর্পণে প্রতিমার প্রতিবিম্ব দর্শন। নবমী নিশি কাটতেই মন খারাপ বাঙালির। ছবি: মুকলেসুর রহমান।

১০

বরণের পর সিঁদুর খেলায় মাতেন মহিলারা। শেষবেলার আনন্দ ভাগ করে নেওয়া। ছবি: মুকলেসুর রহমান।

১০

বিসর্জনের আগে মহিলাদের ধুনুচি নাচ। ছবি: মুকলেসুর রহমান।

১০

প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় সামিল আবাল বৃদ্ধ বণিতা। রাজ্যের কোণায় কোণায় একই ছবি।

১০

দশমীতেও বৃষ্টি কাঁটা। আসানসোল এলাকায় প্রতিমাকে প্লাস্টিকে ঢেকে নিরঞ্জন ঘাট অবধি নিয়ে যাওয়া হয়। ছবি: মৈনাক মুখোপাধ্যায়।

১০

বিধি মেনেই ইছামতীতে নামল ভারতের নৌকা, পাড়ে দাঁড়িয়েই উমা বিদায় সারলেন বাংলাদেশের মানুষ।

১০

শহরের ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন। ছবি: পিন্টু প্রধান।

১০

আবার এক বছরের অপেক্ষায় আপামর বাঙালি। ছবি: পিন্টু প্রধান।

১০ ১০

পুজো আসতে আর মাত্র ৩৮১ দিন বাকি। ছবি: পিন্টু প্রধান।