Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

Durga Puja 2021: মহাষ্টমীতে শহরে জনজোয়ার, বাড়ি বসেই দেখে নিন কলকাতার ৫ বিখ্যাত পুজো

Advertisement

১০

কৃষিই আমাদের ভিত। আর তাই কৃষকদের হাত শক্ত করা প্রয়োজন। মাঠে-ঘাটে দিনরাত এক করে আমাদের খাদ্য জোগাচ্ছেন যাঁরা, সেই কৃষকদেরই এবার কুর্নিশ জানাচ্ছে যোধপুর পার্ক ৯৫ পল্লি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

এবার এই মণ্ডপের থিম ভাবনা অস্তিত্ব। সৃজনে শিল্পী ভবতোষ সুতার। দক্ষিণ কলকাতার অতি জনপ্রিয় মণ্ডপে মহাষ্টমীতে উপচে পড়ছে ভিড়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত পুজো কাশী বোস লেন। হাতি বাগান চত্বরের এই পুজো দেখার অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

এবার কাশী বোস লেন সর্বজনীনের থিম অপূর্ণা। রূপায়নে শিল্পী অদিতি চক্রবর্তী। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

মা, আমরা জামা কিনতে যাব না? ছোটবেলায় অভিভাবকের কাছে এভাবেই আবদার করে বাচ্চারা। সেই ছেলেবেলার স্মৃতিই এবার ফিরিয়ে দিয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

শিল্পী রিন্টু দাসের ভাবনায় সেজেছে দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় এই পুজো। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

অতিমারী পরিস্থিতিতে বাধানিষেধ মানলেই নির্বাধের আনন্দ পাওয়া সম্ভব। সেই ভাবনাই এবার টালা পার্ক প্রত্যয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী সুশান্ত পাল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

মহাষ্টমীর রাত যত গড়াচ্ছে, ততই এই মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

ঘরছাড়াদের যন্ত্রণার ছবি এবার নাকতলা উদয়ন সংঘে। থিমের সঙ্গে জুড়ে গিয়েছে সাম্প্রতিক কালে তালিবানদের আফগানিস্তান দখলের ঘটনাও। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০ ১০

থিম শিল্পী প্রদীপ দাসের সঙ্গে হাত মিলিয়ে ভবতোষ সুতার গড়েছেন মাতৃপ্রতিমা। দেবীর বসনেও ভিটেহারাদের হাহাকারের ছবি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়