Advertisement
Advertisement
Sea Vigil 2024

ভিক্টোরিয়া কাঁপল বুটের আওয়াজে, চলল কমান্ডো ‘অপারেশন’

গত দুদিন ধরে শহরে চলছে 'সি ভিজিল ২০২৪'।

১০

সাতসকালে ভিক্টোরিয়া ঘিরল সেনা কমান্ডো। ভারী বুটের আওয়াজে কাঁপল এলাকা। ভিতরে চলল অপারেশন। ছবি: কৌশিক দত্ত।

১০

বৃহস্পতিবার ভিক্টোরিয়ার ভিতরে এক ভিআইপিকে 'অপহরণ' করা হয়েছিল। তাঁকে উদ্ধার করে সেনা। ছবি: কৌশিক দত্ত।

১০

অপারেশনে অংশ নিয়েছিল ভারতীয় নৌসেনা, সিআইএসএফ এবং ভিক্টোরিয়া ম্যানেজমেন্ট। ছবি: কৌশিক দত্ত।

১০

'অপহরণকারী'দের আটকও করা হয়। ব্যাপারটা কী? ছবি: কৌশিক দত্ত।

১০

গত দুদিন ধরে শহরে চলছে 'সি ভিজিল ২০২৪'। জলপথে জেহাদ ঠেকানোর মহড়া। ছবি: কৌশিক দত্ত।

১০

এদিন সকাল ১০টা নাগাদ ভিক্টোরিয়ার সাউথ গেটে চলে এই মহড়া।

১০

বুধবার রাতে নেতাজি সুভাষ নৌসেনা ঘাঁটিতেও চালানো হয় এই মহড়া।

১০

একদল রাতের অন্ধকারে নৌসেনা ঘাঁটির পিছনে রেললাইনে বোমা রাখার চেষ্টা করে। সেই চেষ্টা রুখে দেওয়ার মহড়াও হয়।

১০

প্রসঙ্গত, সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, রাজ্যের জলপুলিশ, শুল্কদপ্তর, জাহাজ এবং মৎস্যজীবীদের নিয়ে মহড়া চলছে। নাম ‘সি ভিজিল ২০২৪’।

১০ ১০

জঙ্গিরা নদী বা সমুদ্রপথে ঢুকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। কীভাবে সেই হামলার মোকাবিলা করা হবে, তার রূপরেখা তৈরি হচ্ছে মহড়ায়।