প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে আমেরিকায় ছুটছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়থ। ফের একবার হোয়াইট হাউসের গদিতে রিপাবলিকান নেতা।
পেনসিলভ্যানিয়ার সেনেট প্রার্থী ডেভিড ম্যাককরমিকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ সমর্থকদের।
নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এবিসি নিউজের লাইভ স্ট্রিমিংয়ে ভোটের ফলাফল দেখছেন সাধারণ মানুষ।
বুধবার ফ্লরিডার পাম বিচের কনভেনশন সেন্টারে ট্রাম্পের সমর্থকরা। হাতে রয়েছে এই বর্ষীয়ান রিপাবলিকান নেতার নামাঙ্কিত বিশেষ ব্যাগ।
ট্রাম্পের সাফল্যে আনন্দিত আমেরিকার শিখ সম্প্রদায়। রাস্তায় পতাকা হাতে জয় উদযাপন।
'সুইং স্টেট' মিশিগানের সেনেট প্রার্থী রিপাবলিকান নেতা মাইক রজার্সের জয় উদযাপন করছেন সমর্থকরা।
জয় নিশ্চিত হতেই বিজয়ভাষণের জন্য ফ্লরিডার পাম বিচের কনভেনশন সেন্টারে পৌঁছন ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া ও পুত্র ব্যারন।
হাজার হাজার সমর্থকের সামনে আমেরিকাকে সোনার দেশে পরিণত করার অঙ্গীকার করলেন ট্রাম্প।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.