Advertisement
Advertisement

Breaking News

Diwali 2023

আদিত্য-অনন্যা না শিল্পা-সানি, একতা কাপুরের দিওয়ালি পার্টিতে নজর কাড়লেন কারা?

টেলিভিশনের একাধিক তারকাকেও দেখা গিয়েছে একতার পার্টিতে।

১০

মুম্বইয়ে দিওয়ালি মানেই তারকার মেলা। একতা কাপুরের পার্টিতেও তার অন্যথা হল না।

১০

'লাভ বার্ডস' অনন্যা পাণ্ডে ও আদিত্য রায়কাপুর। দুজনকেই দেখা যায় একতা কাপুরের পার্টিতে।

১০

লাল শাড়ি পরে পার্টিতে যান বিদ্যা বালান। সঙ্গী প্রযোজক স্বামী সিদ্ধার্থ রায়কাপুর।

১০

সিনেমার নায়ক হওয়ার পর থেকে আর মুখে মাস্ক পরেন না রাজ কুন্দ্রা। স্ত্রী শিল্পা ও শ্যালিকা শমিতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

১০

ম্যাচিং নীল পোশাক পরেই পার্টিতে গিয়েছিলেন আলি ফজল ও রিচা চাড্ডা।

১০

স্বামীর সঙ্গে ফ্লোরাল লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সানি লিওনি।

১০

কালো পোশাকেই একতার দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন করণ জোহর। পাশে ছিলেন নীলম। অভিনেত্রীর পরনে ছিল লাল ড্রেস।

১০

কৃতী স্যানন, দিশা পাটানি, ম্রুণাল ঠাকুরও একতার পার্টিতে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন।

১০

টেলিভিশনের একাধিক তারকাকেও দেখা গিয়েছে একতার পার্টিতে। ছিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি, বিবেক দাহিয়া। স্বামীকে সঙ্গে নিয়ে আসেন করিশ্মা তান্না।

১০ ১০

স্বামীর সঙ্গে পার্টিতে এসেছিলেন মৌনী রায়। পাশে ছিলেন অর্জুন বিজলানি ও তাঁর স্ত্রী নেহা।