Advertisement
Advertisement

Breaking News

Arpita Mukherjee

কী কী মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের গয়নার বাক্সে? জানলে চোখ কপালে উঠবে!

আরও গয়না ও নগদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

চায়ের ঠেক হোক কিংবা কলেজ, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে 'অপা'। অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের সম্পর্কের পাশাপাশি সম্পত্তি দেখে হতবাক আমজনতা।

কিন্তু জানেন ঠিক কী কী ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের গয়নার বাক্সে? তার বাজার মূল্যই বা কত?

আদালতে অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অর্থ, গয়না ও নথির হিসেব পেশ করেছে ইডি।

সেখান থেকেই জানা গিয়েছে, অর্পিতার গয়নার মধ্যে রয়েছে ১৮ জোড়া সোনার কানের দুল, ১১টি সোনার চুড়ি।

এছাড়াও ছিল ৬ টি সোনার বালা, কঙ্কন (২ কেজি ওজনের), ৯টি ছোট নেকলেস, ৪টি বড় নেকলেস, ৭টি চেন, ৫টি আংটি, ১টি সোনার পেন।

অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজার দর মোট ৪ কোটি ৩১ লক্ষ টাকা।

অর্পিতা-পার্থর আরও বেনামী সম্পত্তিতে তল্লাশি চালাচ্ছে ইডি। আরও নগদ অর্থ ও গয়না মিলতে পারে বলেই ধারণা তদন্তকারীদের।